Self-Publishing

Self-Publishing – Lipir Alo

বই প্রকাশের প্যাকেজ সমূহ

লিপির আলো লেখকদের জন্য তৈরি করেছে বাংলাদেশের প্রথম সেলফ পাবলিশিং প্ল্যাটফর্ম। এখান থেকে আপনার পছন্দের প্যাকেজটি বেছে নিন। বই প্রকাশের জন্য আমরা আপনাকে প্রতিটি ধাপে সাহায্য করব।

ফিচার ফ্রি প্ল্যান প্রিমিয়াম প্ল্যান কাস্টম প্ল্যান
স্টোর তৈরিনিজে তৈরি করতে হবেতৈরি করে দেওয়া হবেতৈরি করে দেওয়া হবে
ই-বুক ফরম্যাটনিজে তৈরি করতে হবেতৈরি করে দেওয়া হবেতৈরি করে দেওয়া হবে
প্রিন্ট বইনাহ্যা (POD)হ্যা(POD)
কভার ডিজাইননিজে তৈরি করতে হবেতৈরি করে দেওয়া হবেতৈরি করে দেওয়া হবে
ISBN / সার্টিফিকেটনাহ্যাহ্যা
সৌজন্য কপিনা২০ টি বইলেখকের চাহিদা অনুযায়ী
রয়্যালটি৭০%৭০%৭০%
পৃষ্ঠা সীমা৩২-১০০ অথবা ১০১-২০০লেখকের চাহিদা অনুযায়ী
প্রিন্ট কোয়ালিটিহাই কোয়ালিটিহাই কোয়ালিটি
চুক্তির মেয়াদ২ বছরলেখকের চাহিদা অনুযায়ী
প্রিভিউ ভিডিও
মূল্য ফ্রি ১০,০০০ / ১৫,০০০ টাকা লেখকের চাহিদার উপর
অর্ডার অর্ডার করুন অর্ডার করুন অর্ডার করুন

বই প্রকাশের ধাপ

Step 1: আপনার বইয়ের ডকুমেন্ট (.doc/.docx) লিঙ্ক আমাদের WhatsApp বা ফর্মের মাধ্যমে পাঠান।
Step 2: আমাদের টিম বইটি যাচাই করবে এবং প্রকাশের যোগ্য হলে চুক্তিপত্র পাঠাবে।
Step 3: চুক্তিপত্র পূরণ ও সার্ভিস চার্জ প্রদান করার পর বই প্রকাশ প্রক্রিয়া শুরু হবে।
Step 4: ১০ কার্যদিবসের মধ্যে প্রিন্ট বই ও ই-বুক ওয়েবসাইটে আপলোড করা হবে।
Step 5: প্রতি মাসের ১০ তারিখের মধ্যে আগের মাসের বিক্রি অনুযায়ী রয়্যালটি পরিশোধ করা হবে।

FAQ

কি ধরণের বই প্রকাশ করতে পারব?

গল্প/কবিতা/উপন্যাস/শিশুদের বই, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের একাডেমিক বই/সাজেশন/ভর্তি গাইড, বিসিএস/ব্যাংক/সরকারি ও বেসরকারি চাকরির নিয়োগ গাইড, ফ্রিল্যান্সিং/আইটি/সফট স্কিলস ও ক্যারিয়ার ডেভেলপমেন্ট, উদ্যোক্তা/মার্কেটিং/সেলস ও ফাইন্যান্স, সেলফ-হেল্প/মোটিভেশনাল ও আত্মউন্নয়নমূলক, স্বাস্থ্য সচেতনতা, রান্না-রেসিপি, ডায়েট ও ফিটনেস, ইসলামিক বই, কুরআন, হাদিস ও নামাজ শিক্ষা, আইন ও নীতিমালা, ভাষা শিক্ষা ও IELTS, বিদেশি ভাষার অনুবাদ বই সহ সকল ধরণের ফিকশনাল এবং নন-ফিকশনাল বই প্রকাশ করা যাবে।

কত % রয়্যালটি পাবো?

প্রতি বইয়ের লাভ থেকে লেখককে ৭০% রয়্যালিটি দেওয়া হবে।

কোন প্যাকেজ নিলে বই কেমন হবে, কিভাবে বুঝবো?

প্রত্যেক প্যাকেজের প্রিভিউ ভিডিও টেবিলে দেওয়া আছে। এটি দেখেই সিদ্ধান্ত নিন।

কতদিনের মধ্যে বই প্রকাশ করা হবে?

চুক্তিপত্র ও পেমেন্ট পরিশোধের ১০ কার্যদিবসের মধ্যে বই প্রকাশ করা হবে।

প্রথমে কত কপি বই প্রকাশ করা হবে?

আমরা প্রিন্ট অব ডিমান্ড পদ্ধতিতে বই প্রকাশ করি। যত কপি বই বিক্রি হবে ততো কপি বই প্রিন্ট করা হবে। অথাৎ, মাসে যদি ১০০ কপি বই বিক্রি হয় তাহলে ১০০ কপিই প্রিন্ট করা হবে, ১০ হাজার কপি বিক্রি হলে ১০ হাজার কপিই প্রিন্ট করা হবে।

আমার বইয়ের মালিক কি আমিই থাকব?

জ্বী, আপনার বইয়ের মালিক আপনিই থাকবেন। আমাদের সাথে করা চুক্তির মেয়াদ ২ বছর পূর্ণ হওয়ার পর আপনি চাইলে আমরা আর আপনার বই প্রিন্ট ও বিক্রি করব না।

Scroll to Top