যখন রাজপথে ফুটেছে রক্তজবা, অন্ধকারে ছেয়ে গেছে দেশ। তখন সব ভয় দমিয়ে চারপাশের বাস্তবতাকে তুলে ধরলাম কবিতায়। জানিনা কতটা ফুটিয়ে তুলতে পেরেছি। তবে বাস্তবতা এর থেকেও আরো অনেক বেশি ভয়ঙ্কর। আমি হয়তো জুলাইয়ের শহীদদের অতৃপ্ত আত্মার সবটুকু আত্মচিৎকার তুলে ধরতে পারিনি।
বিশ্বাস করুন আমি নাৎসি তান্ডব দেখিনি
দেখেনি ৫২’র রক্ত পিচ্ছিল পথ।
তবে দেখেছি আহূতের খুনে
রাজপথে রক্তজবা ফুল; বোনের উদ্ধত কন্ঠে শুনেছি
পৃথিবীর সব থেকে বাজে শব্দ ‘আমি রাজাকার’!
– মুহাম্মদ বাবলু
৩১ জুলাই, ২০২৪
Reviews
There are no reviews yet.