বর্তমান সমাজে মানুষ বাকরূদ্ধ। আমাদের সবুজ-শ্যামল সুন্দর এই মানচিত্রটি আজ অরাজকতার আগুনে জ্বলছে। ন্যায়-নীতি আইনের শাসন আজ দুষ্কৃতকারীদের কাছে জিম্মি। সবর্ত্র আজ মানুষের হাহাকার আর আর্তনাদের গুমোট বাঁধা মেঘ।
এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে কালের পুতুল মানুষ আজ পরিবারের আপন মানুষের সাথে সম্পর্ক টিকিয়ে রাখতে বাকরুদ্ধ। সমাজের সাথে সম্পর্ক ভালো রাখতে বাকরুদ্ধ। সামাজীক রীতিনীতির সামনে বাকরূদ্ধ। বাজারে গিয়ে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম শুনে বাকরুদ্ধ। দেশের আইন-বিচার দেখে বাকরুদ্ধ। মানুষরুপী হায়নাদের আচরণ দেখে বাকরুদ্ধ।
এই যে অনাবরত তিক্ত মধুর প্রেম, সু-সম্পর্ক বজায় রাখতে বুকের ভিতরে বেদনার আকাশ নিয়ে বেঁচে থাকা মানুষেরা বাকরূদ্ধ হয়ে বেঁচে আছে। তাদের হৃদয়ের অন্তরালে থাকা গুমোট বাঁধা সব শব্দ, না বলা কথা নিয়েই রচিত হয়েছে কাব্যগ্রন্থ ‘বাকরুদ্ধ প্রেম’।
কাব্যগ্রন্থটিতে সমকালীন দেশের সকল ঘটনা প্রবাহ, অরাজকতা, দুর্নীতি, দুঃশাসন, সামাজিক ও ব্যাক্তিগত অবক্ষয় এবং সাধারণ মানুষের দুঃখ-দুর্দশার চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। কবিতার মধ্যে দিয়ে সমাজের চলমান অরাজকতা ও মানুষের দুঃখ-দুর্দশার গল্প জানি না ঠিক কতটা তুলে ধরতে পেরেছি। তবে বর্তমান সমাজের দুঃখ-কষ্টে জর্জিত বাকরুদ্ধ মানুষের দুঃখ-বেদনা যে এর থেকেও গভীর সেটি অনুধাবন করতে পারি৷
তাই একজন মানুষ হিসেবে আমি চাই সমাজের সকল অন্যায় – অরাজকতা নিপাত গিয়ে মানুষে মানুষে সত্যিকারের সাম্য, সম্প্রীতি ও ভালোবাসার বন্ধন গড়ে উঠুক। একটি সুখী ও সুন্দর সমাজের প্রত্যায়ে আপনারা সবাই এগিয়ে আসুন। বাকরুদ্ধের কণ্ঠধ্বনি ছিঁড়ে প্রতিবাদের শব্দ উচ্চারণ করুণ। তাহলেই সকল অন্ধকার কেটে যাবে। আমরা সুখী মানুষ হতে পারবো। আগামী প্রজন্মের জন্যে একটি সুন্দর সমাজ রেখে যেতে পারবো।
Reviews
There are no reviews yet.