লিপির আলো একটি জনপ্রিয় বাংলা ওয়েব ম্যাগাজিন ও স্বেচ্ছাসেবী সমাজ বন্ধু সংস্থার মুখপত্র। যার উদ্দেশ্য লেখালেখির মাধ্যমে সমাজের সকল অন্যায়-অনিয়মকে প্রতিহত করা, জনসচেতনতা সৃষ্টি করা, সুস্থ চিত্তবিনোদন এবং সাহিত্যচর্চা বিকাশের মাধ্যমে একটি সুশীল সমাজ গড়ে তোলা।
তারই ধারাবাহিকতায় লিপির আলো অন্যায়-দূর্নীতি ও মাদকমুক্ত একটি সুখী সমৃদ্ধশালী এবং বিজ্ঞান মনস্ক একটি উন্নত সমাজ গড়ার প্রত্যায়ে সারাদেশের জেলা, উপজেলা, থানা, ইউনিয়ন, স্কুল, কলেজ, ভার্সিটি থেকে আগ্রহী সমাজ বন্ধুদেরকে লিপির আলোতে রেজিষ্ট্রেশন করতে আহ্বান জানাচ্ছে।
একজন সমাজ বন্ধু লিপির আলোতে:
১. সহ-সম্পাদক হিসেবে কাজ করতে পারবেন।
২. লিপির আলো সমাজ বন্ধু সংস্থার সদস্য হবেন।
৩. লিপির আলো থেকে আইডি কার্ড, দক্ষতা ও অভিজ্ঞতা সার্টিফিকেট পাবেন।
৪. লিপির আলোতে কলাম ও মতামত প্রকাশ করতে পারবেন।
৫.গল্প, কবিতা, উপন্যাস, ছড়া, নাটক, প্রবন্ধ ইত্যাদি নিজস্ব মৌলিক লেখা প্রকাশ করতে পারবেন।
৬.নিজের লেখা প্রকাশের মাধ্যমে দেশে-বিদেশে পরিচিতি অর্জন করতে পারবেন।
৭.প্রতি বছর লিপির আলোর “সমাজ বন্ধু অ্যাওয়ার্ডে” অংশ্রহণ করতে পারবেন।
৮.লিপির আলোতে বিনামূল্যে ই-বুক প্রকাশ করতে পারবেন।
৯. অমর একুশে বইমেলায় যৌথ বই এবং প্রতি তিনমাস পর পর লিপির আলো ম্যাগাজিন সংখ্যায় লেখা প্রকাশ করতে পারবেন।
১০. সমাজের সেবা করার মধ্য দিয়ে একজন নৈতিক ও আদর্শবান মানুষ হতে পারবেন।
একজন সমাজ বন্ধু কি কি কাজ করবেন?
১. একজন সমাজ বন্ধু তার চারপাশে ঘটা নানান অসঙ্গতির বর্ণনা লিখে লিপির আলোতে পাঠাবেন।
২. কবিতা, ছড়া গল্প, উপন্যাস, প্রবন্ধ লিখে পাঠাবেন লিপির আলোতে।
৩. চিঠিপত্র, কলাম, মতামত লিখে পাঠাবেন লিপির আলোতে।
৪. ই-বুক, ত্রৈমাসিক ম্যাগাজিন ও অমর একুশে বইমেলায় যৌথ কাব্যগ্রন্থ/গল্পগ্রন্থের জন্য লেখা জমা দিবেন।
৫. তার পরিচিত বন্ধু, সহপাঠি ও নিজ এলাকার কিশোর এবং তরুণদেরকে লিপির আলোর পাঠক হতে ইনভাইট করবেন।
৬. এলাকায় সংঘটিত অন্যায়-অনিয়মের বিরুদ্ধে এলাকার লোকদেরকে সোচ্চার করবেন। স্থানীয় পুলিশকে অপরাধের খবর দিয়ে সাহায্য করবেন।
৭. জনসচেতনতা সৃষ্টি ও সমাজের নাগরিকদেরকে ভালো কাজে উদ্বুদ্ধ করবেন।
কিভাবে লেখা, ভিডিও ও ছবি পাঠাবেন?
লেখা, ভিডিও ও ছবি infolipiralo@gmail.com এই ঠিকানায় পাঠাতে হবে। লেখা অবশ্যই অনলাইনে অপ্রকাশিত হতে হবে। এবং কোনো ওয়েবসাইট থেকে কপি পেস্ট লেখা গ্রহণযোগ্য নয়৷
নিবন্ধনের যোগ্যতা:
১. বাংলাদেশি নাগরিক হতে হবে।
২. বাংলা ভাষায় দক্ষতা থাকতে হবে।
৩.দেশ ও সমাজের কল্যাণে কাজ করার ইচ্ছা থাকতে হবে।
৪. স্মার্ট ফোন থাকতে হবে।
নিবন্ধন প্রক্রিয়া:
১ কপি পাসপোর্ট সাইজ ছবি, আপডেট সিভি বা জীবন বৃত্তান্ত এবং জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধ সনদের কপি careerlipiralo@gmail.com এই ঠিকানায় ইমেইল করতে হবে। নিবন্ধন সম্পন্ন হলে আপনার ইমেইলে একটি মেসেজ যাবে।
লিপির আলো সমাজ বন্ধু অ্যাওয়ার্ড:
১. প্রতি বছর ১৬ই ডিসেম্বর "লিপির আলো সমাজ বন্ধু সংস্থার" বার্ষিক সভা ও মিলনায়তন অনুষ্ঠানে এ পুরষ্কার দেওয়া হবে।
২. পুরষ্কার হিসেবে সমাজের কল্যাণে বিশেষ অবদান রাখার জন্য তিনজন সমাজ বন্ধুকে নগদ অর্থ, পদক এবং সম্মাননা সনদ প্রদান করা হবে।
লিপির আলো সমাজ বন্ধু অ্যাওয়ার্ডে অংশগ্রহণের শর্তাবলি:
১. লিপির আলোর নিবন্ধিত সমাজ বন্ধু হতে হবে।
২. সমাজ উন্নয়ন মূলক একটি কাজের প্রমাণিদিসহ সমাজ বন্ধু অ্যাওয়ার্ডে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন করতে হবে।
যদি আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর সমাজ রেখে যেতে চান, তবে সমাজ বন্ধু হতে রেজিষ্ট্রেশন করুন আজই।
একটি মন্তব্য পোস্ট করুন
0মন্তব্যসমূহ