লিপির আলো একটি জনপ্রিয় বাংলা ওয়েব ম্যাগাজিন ও স্বেচ্ছাসেবী সমাজবন্ধু সংস্থার মুখপত্র। যার উদ্দেশ্য লেখালেখির মাধ্যমে সমাজের সকল অন্যায়-অনিয়মকে প্রতিহত করা, জনসচেতনতা সৃষ্টি করা, সুস্থ চিত্তবিনোদন এবং সাহিত্যচর্চা বিকাশের মাধ্যমে একটি সুশীল সমাজ গড়ে তোলা।
তারই ধারাবাহিকতায় লিপির আলো সমাজের অসঙ্গতি বিশ্লেষণ, আলোকিত বিষয়, শিক্ষা ও প্রযুক্তি, সাহিত্য, স্বাস্থ্য, আনন্দ-বিনোদন, খেলা-ধূলা বিষয়ক লেখা প্রকাশ করে। এছাড়াও লিপির আলো একটি অনলাইন লাইব্রেরি হিসাবে ই-বুক প্রকাশ করে।
জ্ঞানের আলোয় বিকাশিত হয়ে সমাজের কল্যাণে আত্মনিয়োগ করার অণুপ্রেরণা যোগাতেই সৃষ্টি হয়েছে লিপির আলো। তাই লিপির আলোর কোনো আর্টিকেলের বিষয়ে আপনার কোনো অভিযোগ থাকলে জানাতে পারেনঃ infolipiralo@gmail.com এ।
একটি মন্তব্য পোস্ট করুন
0মন্তব্যসমূহ