মুহাম্মদ বাবলু
সম্পাদক - লিপির আলো
লিপির আলোর সম্পাদক লেখক ও কবি মুহাম্মদ বাবলু। তিনি ১৯৯৯ সালের ১৫ ই মে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার পদমদী গ্রামে জন্মগ্রহণ করেন।
তিনি কর্মজীবনে প্রথমে উপসহকারী প্রকৌশলী হিসাবে কর্মজীবন শুরু করলেও বছরখানেক পরেই মিডিয়া এজেন্সিতে কপিরাইটার হিসাবে যোগদান করেন৷ এবং বর্তমানে তিনি একটি সফটওয়্যার কোম্পানির ক্রিয়েটিভ বিভাগে কর্মরত আছেন। তিনি একাধারে লেখক, কবি, গবেষক, চিত্রনাট্যকার ও সম্পাদক।
তার প্রকাশিত কাব্যগ্রন্থ: বাকরুদ্ধ প্রেম। উপন্যাস: রহস্য আঁধার, ইতি মৃন্ময়ী। নাটকঃ চিলেকোঠার মৃত গোলাপ, MYSTERY PRISONER. ইংরেজি ভাষায় লেখা থ্রিলার উপন্যাস- DARK MOON, REDEMPTION ইত্যাদি উল্লেখযোগ্য।
তার লেখা সকল বই অ্যামাজন.কম, নোশন প্রেস এবং কবো রাইটিং লাইফ এর ওয়েবসাইটে পাওয়া যাবে। এছাড়াও তার লেখা জনপ্রিয় কমার্শিয়াল বিজ্ঞাপন, অ্যানিমিশন, শর্টফিল্ম এবং মিউজিক ভিডিও রয়েছে।
সাহিত্য ও মিডিয়াতে অবদান রাখায় তিনি “The Global Recognition Awards 2024” লাভ করেন।
লিপির আলোর সম্পাদক সম্পর্কে জানার জন্য আপনাকে ধন্যবাদ।
একটি মন্তব্য পোস্ট করুন
0মন্তব্যসমূহ