লিপির আলো একটি জনপ্রিয় বাংলা ওয়েব ম্যাগাজিন ও স্বেচ্ছাসেবী সমাজবন্ধু সংস্থার মুখপত্র। যার উদ্দেশ্য লেখালেখির মাধ্যমে সমাজের সকল অন্যায়-অনিয়মকে প্রতিহত করা, জনসচেতনতা সৃষ্টি করা, সুস্থ চিত্তবিনোদন এবং সাহিত্যচর্চা বিকাশের মাধ্যমে একটি সুশীল সমাজ গড়ে তোলা।
লিপির আলোর শাব্দিক অর্থ জ্ঞানের আলো। জ্ঞানের আলোয় বিকাশিত হয়ে একটি অন্যায়-দূর্নীতি ও মাদকমুক্ত সুখী সমৃদ্ধশালী এবং বিজ্ঞান মনস্ক একটি উন্নত সমাজ গড়ার প্রয়াসে লিপির আলো কাজ করে যাচ্ছে।
আগামী প্রজন্মকে ভয়াবহ মাদক এবং সন্ত্রাস থেকে দূরে রাখতে সমাজে সুস্থ চিত্তবিনোদন ও সাহিত্যচর্চার বিকল্প নেই। আর তাই এখন থেকেই সমাজের কিশোর ও তরুণ প্রজন্মের মধ্যে পাঠ্যভাস গড়ে তুলতে হবে। তাদেরকে সুস্থ চিত্তবিনোদন এবং সাহিত্যচর্চায় নিমগ্ন রেখে সমাজের অন্ধকারছন্ন জগৎ এর কালো ছায়া থেকে বাঁচাতে হবে।
সমাজের একজন সাধারণ নাগরিক হিসাবে আমাদের সবারই কর্তব্য সমাজটিকে সুন্দর এবং অপরাধমুক্ত করা। যদি আজ আমরা আমাদের সমাজকে আদর্শের উদাহরণ হিসাবে না রেখে যেতে পারি তবে আগামীকাল আমাদের বংশধররাই মাদকাসক্ত ও সন্ত্রাসে পরিণিত হবে।
তাই লিপির আলোতে সকল সমাজ বন্ধুদেরকে উদার আহ্বান জানাচ্ছি, আসুন সুস্থ চিত্তবিনোদন ও সাহিত্যচর্চার মধ্য দিয়ে আমরা সুন্দর ও সুশীল একটি সমাজ গড়ে তুলি।
লিপির আলোর সকল পাঠক ও সমাজ বন্ধুদেরকে লিপির আলো সম্পর্কে জানার জন্য আন্তরিক ধন্যবাদ ও অভিবাদন জানাই।
একটি মন্তব্য পোস্ট করুন
0মন্তব্যসমূহ