কিভাবে লিপির আলো ক্রিয়েটিভ মার্কেটপ্লেস থেকে আয় করবেন?

lipir alo

লিপির আলো ‘তে আয় করুন সহজে, ঘরে বসে!

আজকের ডিজিটাল যুগে “কোনো পণ্য একবার তৈরি করে, বারবার বিক্রি করা”—এই কনসেপ্টটাই সবচেয়ে জনপ্রিয়। তাই ডিজিটাল প্রোডাক্টস যেমন- বই, কোর্স, টেমপ্লেট কিংবা ডিজিটাল অ্যাসেট—আপনি একবার তৈরি করলে তা অনলাইনে অসংখ্য মানুষ বার বার কিনবে। ফলে ঘরে বসেই আজীবন আয় করতে পারবেন এসব পণ্য দিয়ে।

তবে লেখক, শিক্ষক, ডিজাইনার বা শিক্ষার্থীদের জন্য ডিজিটাল প্রোডাক্ট নিজের স্বাধীন ইচ্ছে মত বিক্রয়ের তেমন সুযোগ আগে আমাদের দেশে ছিল না। ফলে আমরা বিভিন্ন বিদেশি মার্কেটপ্লেস যেমন- Amazon, Esty তে বিক্রি করতে গিয়ে নানান জটিলতায় পড়তাম। কিন্তু এখন এই সমস্যার সমাধানের জন্য আপনার পাশে আছে বাংলাদেশের প্রথম ক্রিয়েটিভ মার্কেটপ্লেস লিপির আলো। এখানে সহজেই নিজের স্টোর খুলে ডিজিটাল প্রোডাক্ট বিক্রি করে আয় করতে পারবেন। কোনো প্রকার মাসিক বা বার্ষিক চার্জ ছাড়াই সম্পূর্ণ বিনামূল্যে।

লিপির আলো হলো বাংলাদেশের প্রথম ডিজিটাল ক্রিয়েটিভ মার্কেটপ্লেস এন্ড লার্নিং হাব। আমরা বিশ্বাস করি, প্রত্যেক মানুষের ভেতরেই লুকিয়ে আছে এক অনন্য প্রতিভা। কারও কলমে, কারও রঙতুলিতে, আবার কারও আইডিয়ার ভেতরে। কিন্তু অনেকেই সেই আলোকে সঠিক জায়গায় পৌঁছে দিতে পারেন না। লিপির আলো এসেছে সেই স্বপ্ন পূরণের সঙ্গী হয়ে।

🎯 লিপির আলোতে আপনি কী কী বিক্রি করতে পারবেন?

👉 লেখকরা

গল্প, কবিতা, উপন্যাস, শিশুদের বই

স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের বই, পরীক্ষার সাজেশন ও ভর্তি গাইড।

সেলফ-হেল্প, ক্যারিয়ার, ব্যবসা, ইসলামি ও স্বাস্থ্যবিষয়ক বই

বিসিএস, ব্যাংক, সরকারি ও বেসরকারি চাকরির নিয়োগ গাইড

ফ্রিল্যান্সিং, আইটি, সফট স্কিলস ও প্রেজেন্টেশন

স্বাস্থ্য সচেতনতা, রান্না-রেসিপি, ডায়েট ও ফিটনেস বই

উদ্যোক্তা, মার্কেটিং, সেলস ও ফাইন্যান্স বই

মোটিভেশনাল, টাইম ম্যানেজমেন্ট ও আত্মউন্নয়নমূলক বই

ইসলামিক বই, কুরআন, হাদিস ও নামাজ শিক্ষা

ইংরেজি, IELTS, TOEFL, GRE, চীনা, জাপানি, কোরিয়ান, ইতালিয়ান ভাষা শিক্ষার বই

👉 শিক্ষকরা

কোর্স

একাডেমিক সাজেশন ও নোটস

ভর্তি প্রস্তুতির গাইড

👉 শিক্ষার্থীরা

নোটস ও প্রজেক্ট রিপোর্ট

ই-বুক বা স্টাডি ম্যাটেরিয়াল

👉 ডিজাইনার ও ফ্রিল্যান্সাররা

সোশ্যাল মিডিয়া পোস্ট টেমপ্লেট

প্রেজেন্টেশন, সিভি ও রিজিউম টেমপ্লেট

পোস্টার, ব্যানার ও বিজনেস কার্ড ডিজাইন

বাংলা ফন্ট প্যাক

ওয়েবসাইট টেমপ্লেট

🚀 কিভাবে সহজে আজীবন আয় করবেন?

একবার তৈরি করুন – আপনার লেখা বই, কোর্স, টেমপ্লেট বা ডিজাইন একবার তৈরি করে লিপির আলো’তে আপলোড করুন।

বারবার বিক্রি হবে – একজন কিনে নিলে ফাইল শেষ হয়ে যাবে না, অসংখ্য ক্রেতা একই প্রোডাক্ট কিনতে পারবে।

ঘরে বসে আয় করুন – নিজের ওয়েবসাইট তৈরির ঝামেলা নেই, বিনা খরচে লিপির আলো’তে বিক্রি করে আয় করুন।

লাইফটাইম প্যাসিভ ইনকাম – আপনার প্রোডাক্ট যতদিন থাকবে, ততদিন আয় চলতেই থাকবে।

🎁 লিপির আলোতে বিক্রি করার সুবিধা

✅ দেশি মার্কেটপ্লেস – বাংলাদেশি ক্রেতা ও বিক্রেতাদের জন্য বানানো, তাই লেনদেন সহজ।
✅ কম কমিশন – মাত্র ২০% কমিশন, যা অন্য প্ল্যাটফর্মের তুলনায় অনেক কম।
✅ নিজস্ব স্টোর – আপনি নিজের নামে স্টোর খুলে ব্র্যান্ড আইডেন্টিটি তৈরি করতে পারবেন।
✅ সেলফ-পাবলিশিং সুবিধা – লেখকেরা ঘরে বসে বই প্রকাশ করতে পারবেন।
✅ সেলার সাপোর্ট – প্রোডাক্ট আপলোড থেকে শুরু করে প্রমোশন—সবকিছুতে সহায়তা।
✅ ডিজিটাল পেমেন্ট সুবিধা – বিক্রির টাকা দ্রুত ও নিরাপদে আপনার অ্যাকাউন্টে পৌঁছাবে।

💡 লিপির আলো’তে কিভাবে বিক্রি করবেন?

সহজ রেজিস্ট্রেশন: কয়েক মিনিটে সেলার একাউন্ট খুলে ফেলতে পারবেন।

স্টোর সেটআপ: নিজের স্টোর তৈরি করে বই, কোর্স, টেমপ্লেট বা সার্ভিস আপলোড করতে পারবেন।

প্রমোশনাল সাপোর্ট: লিপির আলো আপনার প্রোডাক্টকে ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া ও ইমেইল মার্কেটিংয়ের মাধ্যমে ক্রেতাদের কাছে পৌঁছে দেবে।

কম খরচে ব্যবসা শুরু: ওয়েবসাইট তৈরির খরচ বা মার্কেটিংয়ের ঝামেলা নেই—শুধু দক্ষতা দিয়ে প্রোডাক্ট তৈরি করলেই হবে।

প্রোডাক্ট আপলোডের জন্য কী কী প্রয়োজন হবে?

👉 আপনাকে শুধু নিচের তথ্যগুলো প্রস্তুত করতে হবে:

প্রোডাক্ট টাইটেল

বিস্তারিত বিবরণ

মূল্য

প্রোডাক্ট ইমেজ

ক্যাটাগরি/ট্যাগ

ভ্যারিয়েশন (যদি থাকে)

ডাউনলোড ফাইল

সেলার সাপোর্ট:

প্রথমবার স্টোর বানাতে গিয়ে অনেকেই কনফিগারেশন, শিপিং/ট্যাক্স, প্রোডাক্ট ভ্যারিয়েশন, ইমেজ সাইজিং—ভুল করে থাকেন। লিপির আলো টিম আপনাকে বিশেষ সেলার সাপোর্ট দেবে এবং স্টোর তৈরি ও প্রোডাক্ট আপলোডে সাহায্য করবে।

ফ্রিল্যান্সিংয়ের সুযোগ: বিদেশি প্ল্যাটফর্মের ঝামেলা এড়িয়ে বাংলাদেশের প্রথম ক্রিয়েটিভ মার্কেটপ্লেসে কাজ করার সুযোগ।

👉 ঘরে বসে মাত্র ২০% কমিশনে আপনার ডিজিটাল প্রোডাক্ট বিক্রি করুন
👉 আজীবন প্যাসিভ ইনকামের পথ তৈরি করুন
👉 নিজের ব্র্যান্ড গড়ে তুলুন

আজই যোগ দিন লিপির আলোতে এবং আপনার ডিজিটাল প্রোডাক্ট বিক্রি করে, আয় করুন ঘরে বসে।

এখনই সেলার হতে ক্লিক করুনঃ বিকাম এ সেলার

আরো বিস্তারিত জানতে অথবা স্টোর তৈরিতে সাহায্যের জন্য যোগাযোগ করুনঃ 01603433129

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top