ভ্রম নয়
ভেবেছিলাম—
জীবন বুঝি শেফালিকার শয্যা,
ভোরবেলায় রোদ উঠলে
সব পাপড়ি খুলে হাসবে।
ভেবেছিলাম—
যা কিছু দেখি, তা-ই সত্য,
যা পাইনি, তাহাই মিথ্যে।
কিন্তু দিন গেছে,
রাত ফিরেছে—
আলো আর ছায়ায় মিশে গেছে মনের মানচিত্র।
ভেবেছিলাম, যাকে ভালবাসি সে-ই আপন,
সে-ই বুঝি চিরন্তন!
আজ জানি, ভালবাসা নিজেই প্রশ্ন রাখে
উত্তরের পায়ে।
আমি হাঁটছি—
ভেজা পথ, কাঁটা গাঁথা ধুলোয় মাখা স্মৃতিপথে।
আকাশ কাঁদে, আমি হাসি—
কারণ জেনেছি, চোখের জলে কেবল ভাসে না দুঃখ,
ভেসে যায় সব ভ্রান্তি।
কাব্যগ্রন্থটি পড়তে এখনই অর্ডার করুন।







Reviews
There are no reviews yet.