উদীয়মান চলচ্চিত্র নির্মাণ প্রোডাকশন হাউস আলোকসজ্জা তাদের আপকামিং ওয়েব ফিল্ম মজনুর হাতে দিরহাম এর জন্য আগামী ৬ ডিসেম্বর অডিশন এর আয়োজন করেছে। ৬ থেকে ৬০ বছর বয়েসের অভিনয়ে আগ্রহী ব্যাক্তি এতে অংশগ্রহণ করতে পারবে। প্রধান চরিত্রসহ মোট ১০০ জন শিল্পী নেওয়া হবে এই অডিশন থেকে। নতুন এবং থিয়েটারের সাথে যুক্ত শিল্পীদের জন্য বিশেষ অগ্রাধিকার রয়েছে।
অডিশনে অংশগ্রহণ করতে এক কপি ছবি ও ফোন নম্বর তাদের অফিসিয়াল ফেসবুক পেইজে ইনবক্স করতে হবে। পেইজ লিঙ্কঃ https://www.facebook.com/profile
🔔 বিস্তারিত জানতে কল করুন: ০১৬০৯৯৬২৪৮২
📅 তারিখ: ৬ ডিসেম্বর, ২০২৪ (শুক্রবার)
🕚 সময়: সকাল ১১ টা থেকে বিকাল ৫ টা
📍 ভেন্যু:
গ্রাউন্ড জিরো বাংলাদেশ
হাউস- ২০৪/বি/৪, বীর উত্তম মীর সৈকত সড়ক, ঢাকা-১২০৮
একটি মন্তব্য পোস্ট করুন
0মন্তব্যসমূহ