কবি মুহাম্মদ বাবলুর ষোড়শ উক্তি

লিপির আলো
By -
0
কবি মুহাম্মদ বাবলুর ষোড়শ উক্তি


১. চোখ থাকতে অন্ধ মানুষ, কান থাকতেও কালা

গুপ্ত মানুষ সুপ্ত রয়, সহজ মানুষ ভালা। 


২. সমস্যাকে এড়িয়ে যাবার মত কোনো সমাধান এখনও আবিষ্কার হয়নি। 


৩. মৃত্যু কোনো সমাধান নয়, মৃত্যু কেবল শক্তির রুপান্তর। মৃত্যুর পর জীবের হিসাব নিকাশ নিয়ে আরো নানান সমস্যার সৃষ্টি হয়। সূর্যের সৃষ্টি যেমন পৃথিবীতে আলো দেওয়ার জন্য তেমনি জীবের সৃষ্টি প্রতিনিয়ত সমস্যা সমাধান করার জন্য। 


৪. মানুষ কত নির্বোধ! যারা ঈশ্বরের সন্ধান করেছে পাহাড়ে জঙ্গলে কঠোর তপস্যা ধ্যানের মাধ্যমে মানুষ তাদেরকেই ঈশ্বর হিসাবে মেনে নিয়েছে। 


৫. প্রচলিত গণতান্ত্রিক ব্যবস্থায় দূর্নীতিমুক্ত রাষ্ট্র পরিচালনা করা সম্ভব নয়। 


৬. রাজনৈতিক ব্যাক্তির মালিকানা বলে কিছু থাকা উচিৎ নয়, তাদের জীবন হবে ভিক্ষু এর ন্যায়।


৭. পৃথিবীর বেশির ভাগ মানুষ ধর্মান্ধ, ধর্ম প্রচারকদেরকেই সষ্ট্রা মনে করেছে।  


৯. পৃথিবীতে প্রতিদিন নতুন কিছু ঘটে না। এই পুরো সিস্টেমটা কোডিং করা। যেখানে কর্ম ইনপুট এবং কর্মফল আউটপুট।  


১০. বিয়েই একমাত্র সম্পর্ক যা করলেও জ্বালা, না করলেও জ্বালা।


১১. প্রেম ভালোবাসা আপেক্ষিক। বস্তুত সব কিছুর পিছনেই স্বার্থ রয়েছে। ভালোবাসা পেতে চাওয়াও স্বার্থ।


১২. সষ্ট্রা অহেতুক কোনো কিছু সৃষ্টি করেন না। মানুষও অহেতুক কোনো কাজ করে না। 


১৩. একটি শব্দ দিয়ে পৃথিবীর সবকিছু ব্যাখ্যা করা যায় “বিনিময়”।


১৪. ভালো কিছু পাওয়ার জন্য লোভ থাকা ভালো তবে তা হাসিলের জন্য অন্যায়কে বেছে নেওয়া অপরাধ। 


১৫. কবর পৃথিবীর মতই অন্য একটি গ্রহ। এবং এই মহাবিশ্ব এত বড় যে, বেহেশত দোযখ,আরশ সবকিছুর অস্তিত্ব থাকা স্বত্তেও মানুষের পক্ষে তা এই সৌরজগৎ এ থেকে আবিষ্কার করা সম্ভব নয়। মানুষ যদি সৌর জগৎ থেকে বের হবার শক্তি পায়। তাহলেও তাকে আলোর গতিতে অসীম কোটি বছর বেঁচে থাকতে হবে সেখানে পৌছানোর জন্য। 


১৬. মানুষ সবচাইতে দুর্বল ও জটিল প্রাণী।



একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)