গতকাল ১০ আগস্ট International Fiction Festival 2024 এর রেজাল্ট প্রকাশ হয়েছে। এতে অংশগ্রহণ করে ৪৮ দেশের ৮৫০ জন লেখক। বাংলাদেশ থেকে অংশগ্রহণ করে অ্যামাজন কিন্ডলে লেখক মুহাম্মদ বাবলু। তিনি ছোট গল্প ক্যাটাগরিতে তার লেখা “MYSTERY PRISONER” বইয়ের জন্য International Fiction Festival 2024 অ্যাওয়ার্ড জিতে নেন।
লিপির আলোকে তিনি জানান, আলহামদুলিল্লাহ! International Fiction Festival 2024 এ ছোট গল্প ক্যাটাগরিতে আমার লেখা “MYSTERY PRISONER” বইয়ের জন্য অ্যাওয়ার্ড অর্জন করায় মহান সৃষ্টিকর্তার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ৪৮ দেশের ৮৫০ জন সেরা লেখকদের মধ্যে আমি নির্বাচিত হতে পেরে আনন্দিত! এই আনন্দের অন্যতম অংশীজন আমার পাঠকবৃন্দ, তাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। বাংলাদেশের নতুন মহাকাব্যের নায়ক গণঅভ্যুত্থানের সকল শহীদেরকে ভালোবাসা ও শ্রদ্ধা জ্ঞাপন করছি। ১৬ জুলাই থেকে ৫ আগস্টের গল্প নিয়ে শ্রীঘ্রই আসছে আমার নতুন বই “রক্তখেকো জুলাই”।
একটি মন্তব্য পোস্ট করুন
0মন্তব্যসমূহ