রক্তের বিজয়

লিপির আলো
By -
0

 

রক্তের বিজয়

রক্তের বিজয় 

জান্নাতুল ফেরদাউস


রক্ত, রক্ত, রক্ত

একি হাহাকার একি ধিক্কার, 

তবুও কি তুৃমি শেনো না চিৎকার

নাকি কি তুমি বধির, নির্বিকার? 


আঘাতে আঘাতে আজ জর্জরিত প্রাণ

তবু কি ভাঙ্গে নি তোমার ম্লান

নাকি এখনও তুমি রেখেছো মনে 

এক রাশ অভিমান। 


মৃত্যু, মৃত্যু, মৃত্যু 

চারিদিকে আজ দুর্বিষহ যন্ত্রণা 

তারি মাঝে গুপ্ত হয়ে

আছো তুমি কোন সুপ্ত ধারে? 


তুমি কি জাতির কর্ণধার

তুমি কি জাতির কান্ডারী 

নাকি তুমি নির্বিচারে

হয়ে গেছো স্বৈরাচারী! 


আর কত রক্ত ঝরলে

মিঠবে তোমার ক্ষুধা 

আর কত প্রাণ গেলে

ভাঙবে তোমার ঘুম,

সবাই যে আজ তোমার প্রতিক্ষায় 

আকুল হয়ে আছে অপেক্ষায় 

চাইছে সমাধান তোমার কন্ঠে 

হোক না আজ বিজয়ের গান।


একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)