অভিমান | জান্নাতুল ফেরদাউস

লিপির আলো
By -
0

 


অভিমান
জান্নাতুল ফেরদাউস


ভুলে গেলে আমায়?

না তো ভুলিনি তোমায়।

তাহলে কল করলে না যে?

তুমি চাওনি যে।

আমি চাওনি বলে তুমিও কি চাইতে পারতে না?

পারতাম। কিন্তু তুমি যে বলেছিলে.... 

আমার উপর রাগ করে আছো?

না তো রাগ করিনি। শুধু এক রাশ অভিমান জমিয়েছি।

আকাঙ্খা কমিয়েছি, দূরত্ব বাড়িয়েছি

আবেগ হারিয়েছে, পাথর হয়েছি।

নিঃশব্দ বেছে নিয়ে একাকীত্বকে বরণ করেছি। 

এত অভিমান পুষলে কেমন করে?

পুষিনি তো। বিন্দু বিন্দু  জমা করে পাহাড় গড়েছি

সিন্ধু জুড়ে শ্রাবণের ধারা বাহিয়াছি 

সমুদ্রের স্রোতে গা ভাসিয়েছি

তবুও তোমায় করিনি ম্লান, করিনি অভিমান

যাতনা সয়েও রেখেছি তব হৃদয়ও গহীনে অম্লান। 


একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)