কবিতা- অসুখ হয়েছে

লিপির আলো
By -
0

 

Asukh- Quota movement poem

অসুখ হয়েছে
জান্নাতুল ফেরদাউস 


 অসুখ হয়েছে 

জ্বর মাথা ব্যথার নয়, মনের অসুখ

কথা না বলতে পারার অসুখ

ইচ্ছে না প্রকাশের অসুখ

এই যে এত হাহাকার, কান্না 

দু:খ প্রকাশ না করার অসুখ 

অন্যায়, অবিচার, নির্যাতন, নির্বিচার

দেখেও না দেখার অসুখ।

সব কিছু শুনেও না শোনার অসুখ 

উটপাখির মতো মুখ লুকিয়ে থাকার অসুখ

ভয় পেয়ে মিথ্যাকে আঁকড়ে ধরার অসুখ।

এত অসুখে বাঁচি কেমনে

এত ব্যথা সারাবে কে?

ক্যান্সারের মত ধীরে ধীরে মরবে সে

না পারি বলতে, না পারি সইতে

তাই ধুঁকে ধুঁকে মরছি অসুখেতে। 

অবশেষে অসুখ সারলো মৃত্যুতে

কিন্তু জীবাণু রয়ে গেলো সমাজেতে। 


একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)