আমি রক্তক্ষয়ী এক আন্দোলনের কথা বলছি যার নাম দিয়েছি রাক্ষস

 

I am talking about a bloodthirsty movement which I have named Rakshasa

আমি রক্তক্ষয়ী এক আন্দোলনের কথা বলছি যার নাম দিয়েছি রাক্ষস
মুহাম্মদ বাবলু 


আমি ৫২ এর কথা বলছি না

এ মশাল ৬৯ এর গণঅভ্যুত্থান এর না,

এটি জুলাইয়ের লাশের মিছিল!

আমি শহীদ আবু সাঈদের কথা বলছি

রংপুরে যার বাড়ি ছিল। 

আমি ঘাতকের বুলেটের কথা বলছি

নিরস্ত্র ছাত্রদের উপর ছোঁড়া 

সাউন্ড গ্রেনেড,টিয়ারশেল এর কথা বলছি।

আমি বলছি পাপোশ বিক্রেতা এক যুবকের কথা

যে কোটা কি জিনিস জানে না, অথচ ঘাতকের লাঠির আঘাতে

নিথর তার দেহ আজ।

আমি ওয়াসিম আর সবুজ আলীর কথা বলছি

ছাত্র রাজনীতি যাদেরকে মৃত্যু উপহার দিয়েছে। 

আমি ফার্নিচার দোকানের নিরাপাধ ফারুকের কথা বলছি

সে কি জেনে যেতে পারলো কেন তাকে অকালে প্রাণ দিতে হলো? 

আমি কলেজ পড়ুয়া কোমলমতি শিক্ষার্থী শান্ত এর কথা বলছি

আমি স্বাধীনতার শৃংখলে বন্দি এক পরাধীন জাতির কথা বলছি

আমি রক্তক্ষয়ী এক আন্দোলনের কথা বলছি

যার নাম দিয়েছি রাক্ষস!  


0 মন্তব্যসমূহ