ঈদ কবে হচ্ছে? বুধবার নাকি বৃহস্পতিবার!

লিপির আলো
By -
0

 

ঈদ কবে হচ্ছে? বুধবার নাকি বৃহস্পতিবার!


হিংসা-বিদ্বেষ ভুলে সাম্য-সম্প্রীতি প্রতিষ্ঠার বার্তা নিয়ে বছর ঘুরে আবারো এলো পবিত্র ঈদুল ফিতর। ঈদ মুসলিম উম্মাহর জাতীয় উৎসব। রহমত, মাগফিরাত ও নাজাতের মাস রমজানের সিয়াম সাধনার শেষে শাওয়ালের এক ফালি উদিত চাঁদ নিয়ে আসে পরম আনন্দ ও খুশির ঈদের আগমনী বার্তা। কিন্তু এ বছর ঈদের চাঁদ কবে দেখা দেবে তা নিয়ে সবার মাঝেই রয়েছে নানা জল্পনা কল্পনা। 


তবে এটা নির্ভর করছে চাঁদ দেখার ওপর। যদি ৯ এপ্রিল ২৯ রমজানে চাঁদ দেখা যায় বাংলাদেশের আকাশে, তাহলে ১০ এপ্রিল বুধবার ঈদ। আর তা না হলে রোজা হবে ৩০টা, ঈদ হবে ১১ এপ্রিল বৃহস্পতিবার। পুরোটাই চাঁদ দেখার ওপর নির্ভরশীল। 


তবে গত ২৫ মার্চ বাংলাদেশের আকাশে ১৪৪৫ হিজরি সনের শাওয়াল মাসের নতুন চাঁদের স্থানাঙ্ক বিবরণী প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। বিবরণীতে বলা হয়েছে, আগামী ৯ এপ্রিল বাংলাদেশ মান সময় রাত ১২টা ২১ মিনিটে অমাবস্যা শেষ হয়ে ১৪৪৫ হিজরি সনের শাওয়াল মাসের নতুন চাঁদের জন্ম হবে, ওই দিন সূর্যাস্তের সময় চাঁদের বয়স হবে ০.৭৪৮০ দিন এবং সূর্যাস্তের ২২ মিনিট ৭ সেকেন্ড পরপর চন্দ্রাস্ত ঘটবে। ওই দিনই রাত ৯টা ১ মিনিটে প্রতিপদ (প্রথমা) শেষ হয়ে দ্বিতীয়া শুরু হবে।


৯ এপ্রিল চাঁদ দেখার নির্ধারিত সময় ৬টা ৩৮ মিনিট থেকে ৭টা ৫ মিনিট পর্যন্ত বলেও জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে তা আকাশে অবস্থানও করবে স্বল্প সময়ের জন্য। তাই খালি চোখে চাঁদ দেখার সম্ভাবনা খুবই কম। এদিকে ১০ এপ্রিল চাঁদ দেখার সম্ভাবনা বেশি এবং ১১ এপ্রিল পবিত্র ঈদুল ফিতর হতে পারে।


তবে ঈদ বুধবার হোক কিংবা বৃহস্পতিবার, অবশ্যই অপেক্ষার এই দিন শেষ হবে। তাই সবার ঘরে ঘরে পৌঁছে যাক ঈদের সওগাত। পরস্পর আলিঙ্গনের ভেতর দিয়ে সবাই ভুলে যাক হিংসা-বিদ্বেষ। আমাদের ঘরে ঘরে ফিরে আসুক শান্তি ও সমৃদ্ধি। বিস্তৃত হোক সম্প্রীতি ও সৌহার্দ। আগামী দিনগুলো সত্য, সুন্দর ও সৌন্দর্যমণ্ডিত হোক। হাসি-খুশি ও ঈদের অনাবিল আনন্দে প্রতিটি মানুষের জীবন পূর্ণতায় ভরে উঠুক! সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক! 




একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)