কবিতা - নির্বাক পঙক্তিমালা

লিপির আলো
By -
0

 


নির্বাক পঙক্তিমালা

জান্নাতুল ফেরদাউস


পূণ্য পকেট মানুষ কেনায়

শূন্য পকেটে মানুষ চেনায়

বাস্তবতাকে আঁকড়ে ধরে 

তাই তো চলি নির্বিচারে।


যাচ্ছে যে দিন যাক না চলে

সময় এখন কাহার দলে

শব্দ গুলো নির্বিকারে

কল্পনাকে ঝাপটে ধরে। 


ছুটছি যে তাই সপ্তর্ষিতে 

আপন মনের হিসাব পেতে

কষ্ট গুলো মিষ্টি হাসে

স্রোতে তাই গা ভাসে। 


বলতে যে আজ ভয় করে 

মুখটি বুঝি ঝাপটে ধরে

চোখের পানে চেয়ে চেয়ে 

হাসছি যে তাই কলকলিয়ে। 


নিরবতা যে সঙ্গী আজ

অভিনয়ের মিথ্যা সাজ

যাচ্ছে সময় যাক না চলে

কেউ তো এখন নেইকো দলে।


একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)