বছর ঘুরে ১১ টি মাসের শেষে মুসলিম উম্মাহ’র অতি প্রতিক্ষীত মাস রমজান আসছে। তাকওয়ার মাস রমজান। মহান আল্লাহর বাণী, ‘হে মুমিনগণ! তোমাদের জন্য রোজার বিধান দেওয়া হলো, যেমন বিধান তোমাদের পূর্ববর্তীগণকে দেওয়া হয়েছিল; যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো (সুরা-২ বাকারা, আয়াত: ১৮৩)।’
রহমত, মাগফিরাত ও নাজাতের মাস এই রমজান। প্রিয় নবী (সা.) বলেন, ‘যে ব্যক্তি ইমানের সঙ্গে সওয়াবের আশায় রমজান মাসে রোজা পালন করবে, তার পূর্বের সব গুনাহ মাফ করে দেওয়া হবে।
রোজার রয়েছে নানান ফজিতল। রোজার মাসের শুরুতেই আল্লাহ্ তাআলা জাহান্নামের দরজা বন্ধ করে দেন, জান্নাতের দরজা খুলে দেন এবং শয়তানকে শিকলবদ্ধ করে রাখেন। তাই শয়তানের কুমন্ত্রণা থেকে বেঁচে থাকা সহজ হয়। হাদিস শরিফে বর্ণিত হয়েছে যে, যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা কথা ও খারাপ কাজ পরিত্যাগ করল না, তার রোজা রাখার কোনো প্রয়োজন নেই।
আল্লাহু তা’য়ালা আমাদের সবাইকে মহিমান্বিত এই রমজান মাসে রোজা রাখার তৌফিক দান করক। আমীন।
একটি মন্তব্য পোস্ট করুন
0মন্তব্যসমূহ