বুকের মধ্যে হলুদ একটা পাতার দীর্ঘশ্বাসমুহাম্মদ বাবলু
বুকের ভিতর নদী আছে; ময়ূরাক্ষী নাম তার
স্রোতহীন এক জলপ্রপাত ঠোঁটহীন এক মুখ,
তবুও ওরা নিভৃতে বুকের ভিতর চাষ করে
হলুদ এক পাতার দীর্ঘশ্বাস!
মাঝবয়সী এক মধ্যবিত্ত
বুকপকেটে ঘামের ঘ্রাণ
বুকের ভিতর তারও জমা এক আকাশ দীর্ঘশ্বাস!
সুনয়না লতিকারও বুকের ভিতর দগ্ধ ক্ষত
বাসর রাতে স্বামীর কাছে ইচ্ছেহীন সে ধর্ষিত!
কত বর্ষা চলেও গেলেও এক বিছানায় পাশাপাশি
কেউ কারো নয়, এমনও তো হয়,
বুকের ভিতর অশ্রু জমে পাথর হয়ে যায়!
তবুও যারা অভিশাপী দিব্যি তারা সুখেই আছে
সুখেই থাকুক, আমি না হয় দীর্ঘশ্বাসেই বুক ভাসাবো
কার কি আসে? এক জীবনে কি আসে যায়?
বুকের ভিতর একটা হলুদ পাতার দীর্ঘশ্বাসে!
একটি মন্তব্য পোস্ট করুন
0মন্তব্যসমূহ