উৎসর্গঃ- তিলোত্তমা লিপিকে।
কৃতজ্ঞতা স্বীকারঃ মহান সৃষ্টিকর্তা আল্লাহু পাক রব্বিল আলামিন ও আমার মা-বাবার প্রতি।
প্রকাশকালঃ স্বাধীনতা দিবস, ২৬ শে মার্চ - ২০২৪ ইং
প্রকাশনায়ঃ
প্রকাশক কতৃক নির্ধারিত মূল্যঃ ১০০ টাকা
গল্প সার সংক্ষেপ: ইতি মৃন্ময়ী একটি উপন্যাসিকা। কল্পনার আশ্রয়ে রহস্যর আড়ালে গল্পটি লেখা হয়েছে। একজন রহস্যময়ী মৃত নারীর জীবনের গল্প এই উপন্যাসিকার মূল উপজীব্য। মেয়েটির নাম মৃন্ময়ী সে ১৯৭১ সালের যুদ্ধের ১ মাস পর গর্ভবতী অবস্থায় আত্মহত্যা করলেও ১৯৭৩ সালে মৃত্যুর ২ বছর পর অনুপম নামক এক যুবকের সাথে প্রণয়ের সম্পর্ক গড়ে তোলে। রহস্যর পর্দা একসময় বাইরে বেরিয়ে আসে। কিন্তু অনুপম কোনটি সত্য আর কোনটি তার কল্পনা তা সে নির্ণয় করতে পারে না। একপর্যয়ে তার আত্মাহুতির মধ্য দিয়ে এ প্রণয়ের শেষ হয়।
প্রিয় অনুপম বাবু
আপনি ভুল ঠিকানায় এসেছিলেন। এটি ২০৬ নয় ২০৯ নম্বর বাড়ি।
এখানে কেউ থাকে না। আপনি ফিরে যান।
ইতি মৃন্ময়ী
১৩.১০.১৯৭৩
লেখকের কথাঃ
ইতি মৃন্ময়ী একটি উপন্যাসিকা। কল্পনার আশ্রয়ে রহস্যর আড়ালে গল্পটি লেখা হয়েছে। একজন রহস্যময়ী মৃত নারীর জীবনের গল্প এই উপন্যাসিকার মূল উপজীব্য। মেয়েটির নাম মৃন্ময়ী সে ১৯৭১ সালের যুদ্ধের ১ মাস পর গর্ভবতী অবস্থায় আত্মহত্যা করলেও ১৯৭৩ সালে মৃত্যুর ২ বছর পর অনুপম নামক এক যুবকের সাথে প্রণয়ের সম্পর্ক গড়ে তোলে। রহস্যর পর্দা একসময় বাইরে বেরিয়ে আসে। কিন্তু অনুপম কোনটি সত্য আর কোনটি তার কল্পনা তা সে নির্ণয় করতে পারে না। একপর্যয়ে তার আত্মাহুতির মধ্য দিয়ে এ প্রণয়ের শেষ হয়।
আশা করি গল্পটি পাঠকদের ভালো লাগবে এবং এর সাহিত্যরস যদি পাঠকদেরকে কিঞ্চিৎ আনান্দ দিতে পারে তবেই আমার পরিশ্রমের সার্থকতা। উপন্যাসিকাটি পড়ার জন্য সকল পাঠক/পাঠিকাদের ভালোবাসা এবং কৃতজ্ঞতা জানাই।
-মুহাম্মদ বাবলু
মতিঝিল,ঢাকা,বাংলাদেশ
বইটি সারা পৃথিবী থেকে পাওয়া যাচ্ছে Amazon এর ওয়েবসাইটে।
একটি মন্তব্য পোস্ট করুন
0মন্তব্যসমূহ