রক্তে আমার অনলদ্রোহ
মুহাম্মদ বাবলু
রক্ত যখন পথে পথে আগুন হয়ে জ্বলতে থাকে
কে পারে থাকতে ঘরে ভোগ-বিলাসে মুখ ডুবিয়ে
মা ই কি পারে আগলে রাখতে; বুকের ধন মায়ের ছেলে?
কেউ পারেনি সেদিনও তাই রক্তে যাদের খুন লেগেছে।
বিবস্ত্র বোনের শব বুকে নিয়ে ভাই কি পারে অস্তিমিত সূর্য হয়ে
পাক-পাকিদের মিত্র হতে!
ওরা তবে মানুষ নয়, রাজাকারের ছা পোনারা
ভাইয়ের রক্তে হলি খেলা স্বদেশি হায়না যারা!
তবুও ওরা কেমন করে স্বাধীন দেশে রয়েই গেল
প্রশ্ন করি বীর সন্তানেরা মায়ের ডাকে ভাইয়ের ডাকে
জীবন বাজি করলে যারা।
আমার ভাইয়ের রক্তে আজো শাহবাগে ফুল ফোটে
রাজাকারের মিথ্যা জিহ্বায় মিথ্যা কথার বুল ছোটে।
তবুও ওরা কেমন করে আমলা মামলা এমপি হয়
আমার দেশে আমার খেয়ে, স্বাধীনতার গীবত গায়?
রক্তে আবার আগুন জ্বলে, পুড়িয়ে এবার করব ছাই
মুক্ত ভাষায় বলতে কথা,ভাতের জন্যে লড়াই করা
স্বাধীনতা ফেরত চাই।
একটি মন্তব্য পোস্ট করুন
0মন্তব্যসমূহ