রাজবাড়ী জেলার রসুলপুর মাদ্রাসার ঐতিহাসিক ওয়াজ মাহফিলের আখেরি মোনাজাত আজ

লিপির আলো
By -
0
the historic waj mahfil of Rasulpur Madrasa in Rajbari district


রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার রসুলপুর মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হয়ে আসছে ঐতিহাসিক বাৎসরিক ওয়াজ মাহফিল। প্রতি বছরের ন্যায় এবারও তিন দিন ব্যাপি এ ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। গত ২২ ফেব্রুয়ারি এ ওয়াজ মাহফিল শুরু হয়ে আখেরি মোনাজাতের মাধ্যমে রবিবার বাদ ফজর শেষ হবে।


the historic waj mahfil of Rasulpur Madrasa in Rajbari district

রবিবার বাদ ফজর দেশ ও বিশ্বমানবতার কল্যাণ কামনায় এবং পৃথিবীর পথভ্রষ্ট মুসলমানদের সঠিক পথের দিশা ও মহান আল্লাহ তালার রহমত, মাগফিরাত কামনা করে আখেরী মোনাজাত শেষ হবে। 


সারা দেশের বিভিন্ন জেলা, উপজেলা থেকে আগত মুরিদ ও ধর্মপ্রাণ মুসলিমগণ  এ আখেরী মোনাজাতে অংশগ্রহণ করবেন। 


the historic waj mahfil of Rasulpur Madrasa in Rajbari district

তবে রসুলপুর মাদ্রাসার সম্মানিত পীর সাহেব হাফেজ মাওলানা আব্দুল মতিন নেছারী ইহলোক ত্যাগ করায় এবারের মাহফিল শোকে পরিণিত হয়েছে। আখেরি মোনাজাতে তাঁর রহুের মাগফিরাত কামনা করা হবে।


the historic waj mahfil of Rasulpur Madrasa in Rajbari district


ঐতিহাসিক এই ওয়াজ মাহফিল হাজার হাজার লোকের সমাগমে দক্ষিণ বঙ্গের বৃহত্তরও বাৎসরিক মাহফিলে পরিণিত হয়েছে। ফলে এর তাৎপর্য ও মাহাত্ম্য দিন দিন বৃদ্ধি পাচ্ছে। 


ছবি ও লেখা: জেলা প্রতিনিধি, রাজবাড়ী


একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)