রাজবাড়ি জেলার মানুষের কথ্যভাষার কিছু শব্দের প্রমিত অর্থ

লিপির আলো
By -
0
রাজবাড়ি জেলার মানুষের কথ্যভাষার কিছু শব্দের প্রমিত অর্থ

আমাদের মাতৃভাষার (বালিয়াকান্দি, পাংশা, রাজবাড়ি সদর ও গোয়ালন্দে প্রচলিত কথ্যভাষা) কিছু শব্দের প্রমিত অর্থ:


মাটেল- পুকুর

গাড়া- গর্ত

হজালে- এলোপাথাড়ি 

পরেত- দিনমজুর

হুড়ুম- মুড়ি

কুশের- আখ

মদি- মধ্যে

নিরিক- নিশানা

দোপ- পৃষ্ঠদেশ

এমিন্দে- এদিক দিয়ে

কনে- কোথায়

ছ্যামা- ছায়া

ঘোম পাড়া - ঘুমানো

চাপুর- থাপ্পড়

খ্যাতা- কাঁথা

মিটে কদু- মিষ্টি কুমড়া

দেওয়া - বৃষ্টি

সরা পিঠা - চিতই পিঠা

দাউ - দা

দাবুড় - ধাওয়া

কুটুম - অতিথি

বিষ্যুদবার - বৃহস্পতিবার 

নাওয়া- গোসল 

এহন- এখন

কহন- কখন


রাজবাড়ির মানুষ আরো যোগ করতে পারেন। আর অন্য অঞ্চলের লোকেরা নিজেদেরটা জানাতে পারেন। ভালো থাকুক সবার মাতৃভাষা, সবখানে।


সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার


লেখা ও ছবি: ইন্দ্রজিৎ পাল (বাঁধন)

লেখক ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার




একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)