২১শে ফেব্রুয়ারিতে শিখে ফেলুন কম্পিউটারে দ্রুত গতিতে বাংলায় টাইপিং করা

লিপির আলো
By -
0

bangla-type-learning


কিভাবে কম্পিউটার এ দ্রুত বাংলা টাইপ করা যায় আজ আমরা সেটাই শিখবো।

দৈনন্দিন জীবনে আমাদের প্রতিদিন বাংলা কম বেশি টাইপ করতেই হয়। সেই বিবেচনায় বাংলা টাইপিং শেখার কোনো বিকল্প নেই।


তবে সহজে বাংলা টাইপ করার জন্য কিছু এক্সটেনশন রয়েছে। আজ আমরা এক্সটেনশন ব্যবহার করে বাংলা টাইপিং করা শিখবো।


প্রথমে ক্রোম ব্রাউজার ওপেন করুন। এরপর নিচের দেয়া লিংক থেকে ক্রোম ওয়েব স্টোর থেকে গুগল ইনপুট টুলস ইনস্টল করুন।


Screenshot (210)

Screenshot (215)


এবারে এক্সটেনশন থেকে ইনপুট টুলস অপশন সিলেক্ট করে বাংলা খুঁজে বের করে বাংলা সিলেক্ট করে নিন। এখন যেকোনো পেজ এ চাইলেই আমরা বাংলা তে খুব দ্রুত লিখতে পারবো।


Screenshot (219)


এক্সটেনশন থেকে প্রত্যেকবার বাংলার উপর ক্লিক করে টিক্ দিতে হবে। এরপর থেকে বাংলা লেখার অপশন অন হবে।


পরবর্তী সকল শব্দ লিখার সময় এরকম একটা মেনু চলে আসবে। এভাবে ১০ মিনিট প্রাকটিস করলেই হাতের আয়ত্তে চলে আসবে। যখনই বাংলা লেখার প্রয়োজন হবে তখন শুধু এক্সটেনশন থেকে অন করে আসলেই হবে। আবার ইংলিশ এ ফিরে যেতে চাইলে শুধু এক্সটেনশন থেকে টিক তুলে দিয়ে আসলেই আগের মতো হয়ে যাবে।


আশা করি খুব সহজ এই প্রক্রিয়া বুঝতে আপনাদের কোনো সমস্যা হয়নি, তারপরও আপনাদের সুবিধার্তে ধাপগুলোর ছবি দিয়ে দিলাম।


বিঃদ্রঃ কিছু কিছু ওয়েবসাইটে এই এক্সটেনশন কাজ নাও করতে পারে। সেক্ষেত্রে অন্য পেজ এ লিখে পরে ওই ওয়েবসাইটে কপি পেস্ট করে ফেলতে পারেন।


লেখা: সাদিক হাসান মুবিন 

সহ সম্পাদক, লিপির আলো


একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)