কবি মুহাম্মদ বাবলু কাব্যগ্রন্থটি সম্পর্কে লিপির আলোকে জানান, বর্তমান সমাজে মানুষ বাকরূদ্ধ। আমাদের সবুজ-শ্যামল সুন্দর এই মানচিত্রটি আজ অরাজকতার আগুনে জ্বলছে। ন্যায়-নীতি আইনের শাসন আজ দুষ্কৃতকারীদের কাছে জিম্মি। সবর্ত্র আজ মানুষের হাহাকার আর আর্তনাদের গুমোট বাঁধা মেঘ।
এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে কালের পুতুল মানুষ আজ পরিবারের আপন মানুষের সাথে সম্পর্ক টিকিয়ে রাখতে বাকরুদ্ধ। সমাজের সাথে সম্পর্ক ভালো রাখতে বাকরুদ্ধ। সামাজীক রীতিনীতির সামনে বাকরূদ্ধ। বাজারে গিয়ে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম শুনে বাকরুদ্ধ। দেশের আইন-বিচার দেখে বাকরুদ্ধ। মানুষরুপী হায়নাদের আচরণ দেখে বাকরুদ্ধ।
এই যে অনাবরত তিক্ত মধুর প্রেম ও সু-সম্পর্ক বজায় রাখতে বুকের ভিতরে বেদনার আকাশ নিয়ে বেঁচে থাকা মানুষেরা বাকরূদ্ধ হয়ে বেঁচে আছে। তাদের হৃদয়ের অন্তরালে থাকা গুমোট বাঁধা সব শব্দ, না বলা কথা নিয়েই রচিত হয়েছে কাব্যগ্রন্থ ‘বাকরুদ্ধ প্রেম’।
এরপর কবি তার কাব্যগ্রন্থ থেকে বাংলা ভাষার বিকৃতি রোধে সকলকে আহ্বান জানিয়ে 'বাংলিশ' শিরোনামে একটি কবিতা পাঠ করে শোনান।
Excilent
উত্তরমুছুনধন্যবাদ
মুছুন