লিপির আলো ওয়েব ম্যাগাজিনে সারা দেশ থেকে সহ-সম্পাদক সংগ্রহ চলছে

লিপির আলো
By -
0
Lipir Alo web magazine is collecting co-editors


প্রিয় লেখকবৃন্দ 


কিশোর গ্যাং, মাদক, অন্যায়, দুর্নীতির বিরুদ্ধে জনগণকে সচেতন করে সমাজে সুস্থ চিত্র-বিনোদন প্রতিষ্ঠার মাধ্যমে তরুণ সমাজকে উদবুদ্ধ করে একটি সুন্দর, সাম্যবাদী এবং বিজ্ঞান মনস্ক সমাজ গঠণে অংশীদার হতে আমাদের লেখক প্লাটফর্মে যোগ দিন।        


‘ম্যাগাজিন’ শব্দের অর্থ অস্ত্রভান্ডার। তবু এই শব্দটিকেই বেছে নিয়েছিল উনবিংশ শতাব্দীর শেষার্ধের পাশ্চাত্য সাহিত্য সমাজ। শব্দটি ব্যবহারের ক্ষেত্রে মাথায় রাখা হয়েছিল, সাহিত্য যা হবে অস্ত্রের মত তীব্র ও ধীশক্তি সম্পন্ন এবং যা মানুষের কথা বলবে। বিশ্বজোড়া আগ্রাসনের বিরুদ্ধে সাহিত্য হয়ে উঠবে নিরসনকারী হাতিয়ার। পুঁজিবাদী ব্যবস্থার বিরুদ্ধে সোচ্চার উদারপন্থী ও সাম্যবাদী লেখকদের প্রধান বাহন হয়ে উঠেছিল ম্যাগাজিন।


তাই লেখালেখির মাধ্যমেই আমরা আবার একটি সামাজীক বিপ্লব ঘটাতে চাই। আমরা আগামী প্রজন্মের জন্য পুঁজিবাদী আগ্রাসন নয়, সাম্যবাদী এবং বিজ্ঞান মনস্ক একটি সুন্দর সমাজ রেখে যেতে চাই।  


ডিজিটাল এই সময়ে মানুষ এখন অনলাইন নির্ভর। অনলাইনে অসুস্থ বিনোদন ও অপস্বংস্কৃতির সংস্পর্শে এসে আমাদের কিশোর এবং যুব সমাজ আজ ধংসের মুখে। সমাজে মাদক এবং কিশোর গ্যাং এর মত অপরাধ ক্রমশই বৃদ্ধি পাচ্ছে।


তাই এসব অপরাধ থেকে যুব সমাজকে নিরুৎসাহিত করতে এবং এর বিকল্প হিসাবে ডিজিটাল প্লাটফর্ম এবং প্রযুক্তিতে আমাদের সাহিত্য, ভাষা, স্বংস্কৃতি এবং মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে লিপির আলো ওয়েব ম্যাগাজিন লেখক প্লাটফর্মে যোগ দিন।


আবেদন করতে আপনার ছবিসহ আপডেট সিভি পাঠিয়ে দিনঃ careerlipiralo@gmail.com এই ঠিকানায়।


একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)