আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কবিতা 'বাংলিশ'

লিপির আলো
By -
0
kobita-lipir-alo


বাংলিশ

মুহাম্মদ বাবলু


হাফ বাংলা হাফ ইংলিশ

বাংলিশ তার নাম,

সবার মুখে একই কথা

বাংলার নাই দাম।


ইংরেজী অক্ষরে বাংলা বানান

করছে সবাই হেসে,

ভুল বানানে ফেসবুকে

যাচ্ছে যে তা ভেসে।


স্কুল-কলেজে বাংলা স্যারের

আছে কি গো দাম?

কেউ করে না ভয়ে ক্লাস

শুনলে বাংলার নাম।


বাংলার আর পড়ব কী?

সবই তো পারি,

তাই হাজার টাকা খরচ করে

ইংলিশটাই পড়ি।


যে বাংলার জন্য

ভাষা শহীদেরা

দিয়ে গেল প্রাণ,

সেই বাংলার করছি আমরা

এমন অপমান।


ধিক ধিক, শত ধিক

এমন বাঙালীর,

যারা বাংলা ছেড়ে ইংরেজীতে

করে বিড়-বিড়।


কাব্যগ্রন্থ: বাকরুদ্ধ প্রেম


একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)