লিপির আলোর সদস্য হতে আবেদন করুন আজই

লিপির আলো
By -
0

Lipir -Alo- member

আপনি কি সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সাহিত্য গ্রুপে লেখালেখি করেন? আপনার লেখা গল্প, কবিতা, উপন্যাস, প্রবন্ধ ইত্যাদি পত্রিকা কিংবা ম্যাগাজিনে প্রকাশ করতে চান। তাহলে আমরা আপনাকেই খুঁজছি।


জনপ্রিয় ওয়েব ম্যাগাজিন লিপির আলোতে আপনার লেখা প্রকাশ করে দেশ ও দেশের বাইরের পাঠকদের কাছে আপনার লেখা তুলে ধরুন। 


অনেক তরুণ লেখকই আছেন যারা বছরের পর বছর অপেক্ষা করার পরও টাকার অভাবে একটি বই প্রকাশ করতে পারছেন না। ডিজিটাল এই সময়ে বই নয়, বিনামূল্যে ই-বুক প্রকাশ করুন লিপির আলোতে।


কেবল সাহিত্যচর্চায় নয়, সিটিজেন জার্নালিজম, আর্টিকেল, ব্লগ, কলাম, ফিচার এবং গবেষণাপত্রও প্রকাশ করার সুযোগ রয়েছে লিপির আলোতে।


লিপির আলোতে আপনি:


১. গল্প, কবিতা, উপন্যাস, নাটক, প্রবন্ধ ইত্যাদি প্রকাশ করতে পারবেন।


২. ই-বুক প্রকাশ করতে পারবেন।


৩. সিটিজেন জার্নালিজম এর মাধ্যমে সমাজের অসঙ্গতি তুলে ধরতে পারবেন। 


৪. গবেষণাপত্র কিংবা বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের থিসিস পেপার প্রকাশ করতে পারবেন।


৫. যেকোনো বিষয়ে আর্টিকেল, ব্লগ, কলাম, ফিচার ও মতামত প্রকাশ করতে পারবেন।


লিপির আলো ওয়েব ম্যাগাজিনে লেখা প্রকাশ করতে আজই লিপির আলোর সদস্য হতে আবেদন করুন।


আবেদন করতে আপনার ছবিসহ আপডেট সিভি পাঠিয়ে দিনঃ careerlipiralo@gmail.com এই ঠিকানায়।


একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)