আরও একটি অভূতপূর্ব ২১ শে ফেব্রুয়ারি

লিপির আলো
By -
0
unprecedented 21st February-lipir-alo

বাংলাদেশের প্রাণবন্ত প্রাকৃতিক দৃশ্যের উপর সূর্য উদিত হওয়ার সাথে সাথে প্রত্যাশার অনুভূতির বাতাসে ভর করে আসে ২১ শে ফেব্রুয়ারি। এটি বাঙালির জাতীয় জীবনে এক স্বর্ণ উজ্জ্বল ও তাৎপর্যপূর্ণ দিন। 


কয়েক দশক আগে, ১৯৫২ সালের এই দিনেই পূর্ব পাকিস্তানের একমাত্র সরকারী ভাষা হিসাবে উর্দুকে অন্যায় ভাবে চাপিয়ে দেওয়ার প্রতিবাদে সাহসী সূর্য সন্তানেরা ঢাকার রাজপথে নেমেছিল। তাদের কণ্ঠ রাজপথে প্রতিধ্বনিত হয়েছিল, তারা সেদিন মাতৃভাষা বাংলাকে রক্ষার লড়াইয়ে ঐক্যবদ্ধ হয়েছিল।


বিক্ষোভ আরো বেশি বেগবান হয়ে ওঠে, যখন পুলিশ শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের উপর গুলি চালায়। মায়ের ভাষা রক্ষায় প্রাণ বিসর্জন দেয় সেদিন বাংলা মায়ের দামাল ছেলেরা। একুশের সেই চেতনায় পরে একটি স্বাধীন জাতি হিসাবে বাংলাদেশকে প্রতিষ্ঠা করে।


আজ এই মাতৃভাষা দিবস শুধু বাংলাদেশের নয়, সারা বিশ্বের সকল মানুষের মায়ের ভাষাকে শ্রদ্ধা ও সম্মান জানানোর দিবসে পরিণিত হয়েছে। 


আরেকটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে বাংলাদেশের জনগণের হৃদয়ে ঐক্য ও শক্তির চেতনা আগের চেয়ে আরো বেশি উজ্জ্বল হয়ে উঠুক। এবং একুশের চেতনা আমাদের জাতীয় জীবনকে আরো উদ্ভাসিত করে তুলুক। যাতে সগর্বে বিশ্বের বুকে চিরদিন মাথা উঁচু করে থাকতে পারে বাংলা ভাষা ও বাঙালি জাতি সত্তা।


লেখা- আব্দুল্লাহ সাকিব

কুয়ালালামপুর, মালেশিয়া 

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)