৭০ নং ওয়ার্ড, দেইল্ল্যার ৩ মাসের গর্ভবতী এক গার্মেন্টস কর্মীর পেটে লাথি

লিপির আলো
By -
0

3-month pregnant garment worker

ছবিতে নির্যাতিত এই মহিলা একজন গার্মেন্টস কর্মী। তার জামাই বাস ড্রাইভার। গতকাল এই মহিলার ছেলে খেলতে গিয়ে পানির একটা লাইন একটু নড়বড় করে ফেলে তার প্রেক্ষাপটে পানির ব্যবসায়ী মোঃ ইউসুফের বউ সবিতা রানী দাস ঐ ছেলেটাকে ঘরে নিয়ে আটকে রাখে। পরবর্তীতে ছেলের মা খবর পেয়ে বাড়ির সামনে গেলে সবিতা রানী দাসের সাথে এক পর্যায়ে বাকবিতন্ডা হয় এবং ঐ মহিলা তার ছেলেকে নিয়ে আসে। তার ঘন্টাখানিক পর সবিতা রানী দাসের স্বামী ইউছুফ তার বউয়ের কথা শুনে এসে ৩ মাসের গর্ভবতী এই অসহায় মহিলাকে তার বাসায় ঢুকে বেধড়ক মারধর এবং পেটের মধ্যে লাথি মারে, তার কাছে পা ধরে মাপ চেয়েও ঐ মহিলা ছাড় পায়নি। 


এক পর্যায়ে এলাকার ১০/১২ জন যুবক খবর পেয়ে ঘটনাস্থলে আসেন এবং নির্যাতিত মহিলার কান্না দেখে আবেগে আপ্লুত হয়ে চিকিৎসার জন্য মেডিকেলে নিয়ে যায় এবং চিকিৎসা শেষে ডেমরা থানার ওসিকে ব্যাপারটি অবহিত করে নির্যাতিত মহিলার ছবি এবং ভিডিও পাঠায়। 


3-month pregnant garment worker

তৎক্ষনাৎ ডেমরা থানার অফিসার ইনচার্জ মোঃ জহিরুল হক তার ডিউটি অফিসারকে ভুক্তভোগীর জবানবন্দি শুনে অভিযোগ দায়ের করতে বলেন এবং সাথে সাথে তিনি তার কর্তব্যরত পুলিশ অফিসারকে অভিযোগর সঠিক তদন্ত করতে পাঠান। 


তদন্তকারী পুলিশ অফিসার তদন্ত শেষে নির্যাতিত নারীকে আশ্বস্ত করেন যে, আপনার সাথে ঘটে যাওয়া অমানবিক নির্যাতনের উপযুক্ত শাস্তি দোষী ব্যাক্তি পাবেন এবং আরো বলেন কেউ যদি আপনাকে ভয়-ভীতি দেখায় আপনি সাথে সাথে আমাকে কল দিবেন এমনকি মোবাইলে যদি টাকা না থাকে পুলিশের জরুরি হটলাইন "৯৯৯" এ কল দিবেন। 


3-month pregnant garment worker


এছাড়া গতকাল ১৭/০২/২০২৪ তারিখে ঐ একই এলাকাধীন ডেমরা থানায় "Open House Day" অনুষ্ঠিত হয়। তার প্রতিপাদ্য বিষয় ছিল "বঙ্গবন্ধুর বাংলাদেশে, পুলিশ আছে জনতার পাশে"। উক্ত অনুষ্ঠানেও থানার অফিসার ইনচার্জ মোঃ জহিরুল হক মাদক, নারী ও শিশু নির্যাতন, বাল্যবিবাহ, ইভটিজিং, আত্মহত্যা, কিশোর গ্যাং, জঙ্গিবাদ, চুরি, ছিনতাই, জুয়া প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির জন্য জনগনকে এগিয়ে আসতে বলেন।  

ডেক্স রিপোর্টঃ নিজস্ব প্রতিনিধি

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)