কবিতা - দুঃখই আমার প্রিয়জন
কবি - মুহাম্মদ বাবলু
মানুষ ভালোবাসে সুখের জন্য
আমি ভালোবেসে দুঃখ কিনেছি।
কথা ছিল সাজানো এক বাসর হবে
সারা রাত্রি তার কোলে মাথা রেখে
ঘুম পাড়ানির গান শুনব।
বাসর তার ঠিকই হলো একদিন
তবে আমার ঘুম কেড়ে।
সেইদিন থেকেই ভালোবাসা পর হয়েছে
দুঃখ হলো আপন,
বেঁচে থেকেও মানুষ মরে
তবে সেই মৃতদের জোটে না কেবল কাফন!
কিছু মানুষ জন্মান্তর স্বার্থপর হয়
কিছু মানুষ ভালোবেসেও ভালোবাসতে জানে না
পাশে থেকেও নিজের হয় না কখনোই।
কিছু প্রিয় মানুষের সাথে থাকে আজীবন দূরত্ব।
তবে সবাই ছেড়ে গেলেও একজন থাকে
সে কখনোই ছেড়ে যায় না, তার নাম দুঃখ!
তাই দুঃখই আমার প্রিয়জন।
একটি মন্তব্য পোস্ট করুন
0মন্তব্যসমূহ