কবিতা- ময়ূরাক্ষী নদীর তীরে দুঃখ দিয়ে ঘর বানাবো

লিপির আলো
By -
0
kobita-lipir-alo


কবিতা- ময়ূরাক্ষী নদীর তীরে দুঃখ দিয়ে ঘর বানাবো

কবি- মুহাম্মদ বাবলু 


মানুষকে কখনো কখনো বৃক্ষের মত হতে হয়

সব আঘাত সয়ে আকাশের মত নির্বিকার হতে হয়।

কোনো কোনো মানুষের বুকের ভিতর

অতল এক নদী থাকে

কেউ কেউ বুকের ভিতরে পাহাড় সমান

দুঃখ বয়ে নিয়ে বেড়ায়।


সেসব কথা কাউকে বলতে হয় না,

সমাজ কিংবা স্বজনেরা দুঃখের ভাগিদার নয়

তারা সুখের সাথী।


sad-love-poem-lipir-alo

রেনু নামের এক বালিকা একবার বলেছিল

দুঃখ বললে মানুষ মজা পায়,তামাশা ভাবে।

সে যে কেন বলেছিল সে কথা, তা আমি জানি না

তবে কিছু কিছু নিরন্তর দুঃখ থাকে এমন

যা কাউকে বলা যায় না। 


বুকের ভিতর ঝর্ণা চেয়ে

পথ হারানো নদী হয়ে কত মানুষ পাথর হয়

আজীবনের এই জীবনে ভালোবেসে দুঃখ পায়।

আমিও না হয় ভালেবেসে বুকের ভিতর নদী হবো

ময়ূরাক্ষী নদীর তীরে দুঃখ দিয়ে ঘর বানাবো। 


একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)