লিপির আলো একটি জনপ্রিয় বাংলা অনলাইন ম্যাগাজিন। যার উদ্দেশ্য লেখালেখির মাধ্যমে সমাজের সকল অন্যায়-অনিয়মকে প্রতিহত করা, জনসচেতনতা সৃষ্টি করা, সুস্থ চিত্তবিনোদন এবং সাহিত্যচর্চা বিকাশের মাধ্যমে একটি সুশীল সমাজ গড়ে তোলা।
তারই ধারাবাহিকতায় সারাদেশের জেলা, উপজেলা, থানা, ইউনিয়ন, কলেজ, ভার্সিটি থেকে লিপির আলোতে সহ-সম্পাদক পদে কাজ করতে ইচ্ছুক প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা যাচ্ছে।
একজন সমাজ বন্ধু (সহ-সম্পাদক) লিপির আলোতে-
১. অনলাইন ম্যাগাজিনের সহ-সম্পাদক হিসেবে কাজ করতে পারবেন।
২. লিপির আলো থেকে আইডি কার্ড, দক্ষতা ও অভিজ্ঞতা সার্টিফিকেট পাবেন।
২. কলাম ও মতামত প্রকাশ করতে পারবেন।
৩.গল্প,কবিতা,উপন্যাস,ছড়া,নাটক, প্রবন্ধ ইত্যাদি নিজস্ব মৌলিক লেখা প্রকাশ করতে পারবেন।
৫. পেশাদার সাংবাদিক হওয়ার অভিজ্ঞতা এবং দক্ষতা অর্জন করতে পারবেন।
৬.নিজের লেখা প্রকাশের মাধ্যমে দেশে-বিদেশে পরিচিতি অর্জন করতে পারবেন।
৭.প্রতি বছর লিপির আলোর “সমাজ বন্ধু অ্যাওয়ার্ডে” অংশ্রহণ করতে পারবেন।
৮.লিপির আলোতে বিনামূল্যে ই-বুক প্রকাশ করতে পারবেন।
আবেদনের যোগ্যতাঃ
১. বাংলাদেশি নাগরিক হতে হবে।
২. বাংলা ভাষায় দক্ষতা থাকতে হবে।
৩.দেশ ও সমাজের কল্যাণে কাজ করার ইচ্ছা থাকতে হবে।
৪. স্মার্ট ফোন থাকতে হবে।
আবেদনের শেষ সময়ঃ ২৮ ফেব্রুয়ারি, ২০২৪ ইং
আবেদন করতে যা যা প্রয়োজনঃ
১. পাসপোর্ট সাইজ ছবি- ১ কপি
২.সিভি বা জীবন বৃত্তান্ত- ১ কপি
৩. জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধ সনদের কপি
আবেদন করতে আপনার সিভি ও প্রয়োজনীয় কাগজপত্র ই-মেইল করুনঃ careerlipiralo@gmail.com এ।
একটি মন্তব্য পোস্ট করুন
0মন্তব্যসমূহ